কিভাবে Windows 10 S Mode রিমুভ করবেন
উইন্ডোজ মূলত মাইক্রোসফট কোম্পানির রিলিজ করা একটা গ্রাফিকাল অপারেটিং সিস্টেম। আমরা যারা আমাদের দৈনন্দিন কাজে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, আমরা সকলেই Windows 10 S Mode অপারেটিং সিস্টেমের নাম জেনে থাকি।
আজকের আর্টিকেলে আমরা Windows 10 S Mode কী, Windows 10 S Mode বন্ধ করার উপায়, Windows 10 S Mode এর উপকারিতা ও অপকারিতা ইত্যাদি আলোচনা করবো। সুতরাং, যদি আপনি আপনার ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ থেকে Windows 10 S Mode রিমুভ করতে চান বা Windows 10 S Mode সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা Windows 10 S Mode এর বিস্তারিত নিয়ে আলোচনা করবো।
Windows 10 S Mode কী?
সর্বপ্রথম আমাদের জানা উচিৎ, আসলেই Windows 10 S Mode কী? Windows 10 S Mode হলো এমন একটি কনফিগারেশন, যা আপনাকে দ্রুত Boot টাইম, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ভালো সিকিউরিটি প্রদান করে থাকে। কিন্তু, আপনি এই Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফটে না থাকা সফটওয়্যার সহজেই ব্যবহার করতে পারবেন না।
Windows 10 S Mode কেনো ব্যবহার করবো?
তারপর আমাদের মনে যেই প্রশ্ন আসে, তা হলো কেনো আমাদের Windows 10 S Mode ব্যবহার করা উচিৎ? নিম্মে আমরা বিভিন্ন পয়েন্ট উল্লেখ করার মাধ্যমে Windows 10 S Mode ব্যবহারের উপকারিতা উল্লেখ করছি।
- Consistent performance: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনাকে আপনার ডিভাইসের পারফরমেন্স নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। Windows 10 S Mode ব্যবহারের কারণে আপনার কম্পিউটারে সর্বদা পারফরমেন্স ভালো থাকবে।
- Faster boot times: Windows 10 S Mode ব্যবহার করা সিস্টেমগুলো অন্যান্য সিস্টেমের তুলনায় খুব দ্রুত Boot বা Start হয়। মাইক্রোসফট এর টেস্ট অনুযায়ী Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে মাত্র ১৫ সেকেন্ডে কম্পিউটার Boot হয় বা তা অন্যান্য সিস্টেমের তুলনায় ৮০% দ্রুত।
- Longer battery life: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে পারবেন। কেননা, মাইক্রোসফট এর ভাষ্য অনুযায়ী Windows 10 S Mode ১৫% কম পাওয়ার খরচ করে এবং একবার চার্জের মাধ্যমে আপনি ১৪.৫ ঘন্টা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।
- Automatically save files to the cloud: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারের সমস্ত ফাইল অটোমেটিক One Drive স্টোরেজে সেভ হয়ে যাবে, যা অবশ্যই একটি ভালো দিক।
- Better security: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে একটি ভালোমানের সিকিউরিটি পাবেন।
Windows 10 S Mode কেনো রিমুভ করবো?
আপনার কম্পিউটার থেকে Windows 10 S Mode কেনো রিমুভ করা উচিত, তা জানার জন্য নিচে কিছু পয়েন্ট উল্লেখ করছি।
- You can only use Edge and Bing: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি কেবল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে Edge এবং Bingo সাইট ব্যবহার করতে পারবেন, যা অবশ্যই একটি খারাপ দিক।
- No third-party apps: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি কেবল মাাইক্রোসফট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। অন্যান্য কোন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না।
- Limited support for accessories: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি প্রিন্টার, ওয়েবক্যাম সহ নানাবিধ সরঞ্জামাদির ক্ষেত্রে তেমন একটি সাপোর্ট পাবেন না।
- No OS customization and configuration tools: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি Command Prompt, Windows Registry, Troubleshoting সহ অন্যান্য কনফিগারেশন ব্যবহার করতে পারবেন না।
কিভাবে Windows 10 S Mode চেক করবো?
যদি আপনি জানতে চান যে আপনার পিসিতে Windows 10 S Mode চালু আছে কি না, তাহলে নিম্মোক্ত নিয়মগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম সার্ট মেনুতে ক্লিক করুন। তারপর সেখান হতে Setting অপশনে প্রবেশ করুন।
- তারপর System অপশনে ক্লিক করুন।
- এবং স্লাইডবার থেকে About অপশনে ক্লিক করুন।
- সেখানে আপনি Windows specifications সেকশনে Edition দেখতে পাবেন। যদি আপনার কম্পিউটারে Windows 10 S Mode চালু থাকে, তাহলে আপনি তা সেখানে দেখতে পাবেন।
কিভাবে Windows 10 S Mode বন্ধ করবো?
যদি আপনার ডিভাইসে Windows 10 S Mode চালুু থাকে এবং আপনি তা বন্ধ করতে চান, তাহলে নিম্মের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- Windows 10 S Mode বন্ধ করার জন্য প্রথমে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করুন।
- তারপর সেখান হতে সেটিংস অপশনে ক্লিক করুন।
- তারপর Update & Security অপশন চুজ করুন।
- তারপর আপনি স্লাইডবার হতে Activation অপশনটি পাবেন, তাতে ক্লিক করুন।
- তারপর Go to the store অপশনে ক্লিক করুন। স্টোরে প্রবেশ করার পর আপনি একটি প্যাকেজ দেখতে পাবেন উইন্ডোজ লগো সহ। তাতে ক্লিক করুন।
- তারপর উক্ত প্যাকেজে Description এর নিচে Get নামে একটি বাটন পাবেন, তাতে ক্লিক করুন।
- তারপর Install অপশনে ক্লিক করুন এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। .
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url