কিভাবে মেসেঞ্জারের একটিভ মুড বন্ধ করা যায়। মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের সহজ উপায়।
মেসেঞ্জার আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় একটা app ,যা আমাদের ফ্রিতে মেসেজ করার সুযোগ করে দেয়।সাধারণত এই app সবার সাথী হয়ে দাঁড়িয়েছে ।মেসেঞ্জার চালু করলে মাজে মাজে অনেক বন্ধুরা অতিরিক্ত মেসেজ করে বিরক্ত করে । তার জন্য মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের সহজ উপায় আপনাদের মাজে তুলে ধরব ।
আশাকরি শেষ সময় ধরে সবাই আমার সাথে থাকবেন ।এই পোস্ট আপনাদের উপকারে আসবে।
পোস্ট সূচিপএঃ
- মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের করনীয়
- একটিভ স্ট্যাটাস বন্ধের সুফল
- কত সময় ধরে বন্ধ থাকবে
- মেসেঞ্জারের সুবিধা
- মেসেঞ্জারের আসুবিধা
মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের করনীয়
কিভাবে মেসেঞ্জারের একটিভ মুড বন্ধ করা যায় এটা জানার জন্য নিচের প্রতিটি নিয়ম অনুসরণ করতে হবে । দৈনন্দিন জীবনকে সহজ করতে মেসেঞ্জার বিশেষ ভূমিকা পালন করে । এটি আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে । চলনশীল জীবনকে আরো সহজ করতে, কিভাবে মেসেঞ্জারের একটিভ মুড বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করব ।
ধাপঃ১ সবার আগে আমাদের ব্যবহার করা মেসেঞ্জার আইডিটিতে প্রবেশ করতে হবে।ডুকেই উপরে তীর দেওয়া চিহ্নের মধ্যে প্রবেশ করতে হবে।নিচের ছবিতে দেখানো হয়েছে।
ধাপঃ২ উপরের কাজটি সম্পূর্ণ হলে এই ধাপ অনুযায়ী setting এর মধ্যে প্রবেশ করতে হবে । আমরা সব কাজগুলো ধাপে ধাপে করব যাতে বুঝতে সহজ হয়।
একটিভ স্ট্যাটাস বন্ধের সুফল
মেসেঞ্জারের একটিভ মুড বন্ধের সহজ উপায় জানার পাশাপাশি এর সুফল জানাটাও আবশ্যক।একটিভ স্ট্যাটাস বন্ধ করলে আমরা যখনই মেসেঞ্জারে ডুকবো আমাদের একটিভ দেখাবেনা এটা সবচেয়ে বড় সুফল। এর ফলে আমাদের বন্ধু বান্ধবরা বুঝতেই পারবেনা আমরা একটিভ আছি। তখন আমরা খুব সহজেই মেসেঞ্জার চালাতে পারবো ।
কত সময় ধরে বন্ধ থাকবে
উপরোক্ত ধাপ অনুযায়ী মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের সহজ উপায় আমরা জানতে পেরেছি ।কিন্তু প্রশ্ন হলো কত সময় স্থায়ী থাকবে ? কত সময় স্থায়ী থাকবে তা সম্পূর্ণ ব্যক্তিগত নিজের উপর। show when you're active নামে বাটনে ক্লিক করলে কত সময় ধড়ে বন্ধ থাকবে তার তালিকা নিচে উল্লেখ করা থাকে ,১ মাস,৩মাস,নাকি যতখন পর্যন্ত একটিভ বাটন চালু না করা হবে ততসময় ধরে বন্ধ থাকবে এটা যার যার ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্ত।
আরো পড়ুনঃমেসেঞ্জার এপ লক করার সহজ নিয়ম
মেসেঞ্জারের সুবিধা
মেসেঞ্জারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রয়োজন আনুযায়ী যখন ইচ্ছে ফ্রিতে মেসেজ করা ।এর মাধ্যমে আমরা কাছে বা দুরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এর নিকট মেসেজ আবার কলও করতে পারি। বিভিন্ন জরুরী খবর অন্যের নিকট পৌছানড় মাধ্যম হিসেবে মেসেঞ্জার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি Student রা মিলে group study ও করতে পারে। বিভিন্ন ব্যবসায়ীরা এর মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে। সুতরাং মেসেঞ্জারের সুবিধার বিকল্প নেই। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মেসেজ করে তাহলে তাকে ব্লক করার মতো সুবিধাও দিয়েছে।
মেসেঞ্জারের আসুবিধা
মেসেঞ্জারের বহুবিদ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধা রয়েছে। এর একটি বড় অসুবিধা হচ্ছে অতিরিক্ত মেসেজ আসা।অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে মেসেঞ্জারে ডুকে থাকি তখন আমাদের বন্ধুরা বা অপরিচিত ব্যক্তি অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে থাকে যা আমাদের বিরক্তির কারণ হয়ে থাকে। একটিভ দেখা মাএই মেসেজ আসতে থাকে তার জন্য মেসেঞ্জারের গোপন setting থেকে একটিভ স্ট্যাটাস বন্ধ করলেই এই জামেলা থেকে একটু হলেও মুক্তি পাওয়া যায়।
শেষ কথা
মেসেঞ্জারের একটিভ স্ট্যাটাস বন্ধের সহজ উপায় সম্পর্কে জানলাম ।মেসেঞ্জারে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর ধাপে ধাপে সব দেখানো বুঝানোর চেষ্টা করা হয়েছে। আশাকরি এই পোস্টটি আপনাদের উপকারে আসবে।এতো সময় ধরে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url