মেসেঞ্জার এপ লক করার সহজ নিয়ম-কিভাবে মেসেঞ্জার এপ লক করা যায়।
মেসেঞ্জার হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি এপ ।এই এপের মাধ্যমে মানুষ তাদের বিভিন্ন প্রয়োজন এবং দরকারি কাজ সম্পন্ন করে থাকে ।বিশ্বের প্রায় অধিকাংশ ব্যক্তি মেসেঞ্জার ব্যবহার করে থাকে ।আজ আমরা জানবো মেসেঞ্জার এপ লক করার সহজ নিয়ম সম্পর্কে ।
মেসেঞ্জার আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে।আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে মেসেঞ্জার বিশেষ ভূমিকা পালন করে।চলুন যেনে নেই মেসেঞ্জার এপ লক করার সহজ নিয়ম ।
পোস্ট সূচিপএঃ
কিভাবে মেসেঞ্জার এপ লক করা যায়
ধাপঃ১
মেসেঞ্জার এপটি লক করার জন্য সর্বপ্রথম মেসেঞ্জার আইডিতে প্রবেশ করতে হবে । আইডিতে প্রবেশ করা হলে আইডির পাশে বামে অবস্থিত থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে । তারপর আমরা নেক্সট ধাপে চলে যাচ্ছি ।
ধাপ ঃ২
ধাপ এক অনুযায়ী থ্রি ডট আইকন ক্লিক করার পর ছবিতে দেখানো এমন একটি পেজ সামনে আসবে । তারপর উপরোক্ত ছবিতে দেখানো মেসেঞ্জার আইডির পাশে সেটিংস নামে একটি আইকন যুক্ত আছে । আমাদের কাজ হচ্ছে এই আইকনে ক্লিক করে পরবর্তী পেজে যাওয়া ।
ধাপঃ ৩
ধাপ এক ও দুই অনুযায়ী সকল কাজ সম্পন্ন করলে ধাপ তিন অনুযায়ী এমন আরেকটি পেজ সামনে আসবে । এটি হচ্ছে মূলত আমাদের মেসেঞ্জার আইডির সেটিংস । এখানে বিভিন্ন অপশন লক্ষ্য করা যায় । আমরা এই পেজে এসে নিজের দিকে একটু স্ক্রল করলেই প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটি আইকন দেখতে পারবো ।
ধাপঃ ৪
ধাপ চারে এসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি নামের এই আইকনে ক্লিক করে নেক্সট পেজে উপনীত হতে হবে । আপনাদের সুবিধার্থে আমি ছবিতে মার্ক করে দিয়েছি ।
ধাপঃ৫
ধাপ চার অনুযায়ী সম্পূর্ণ কাজ শেষ করলে আমরা পরবর্তী পেজে যাব । ধাপ ৫ এর দেখা ছবিতে অ্যাপ লক নামে একটি আইকন যুক্ত করা আছে । এটাই হচ্ছে মেসেঞ্জার লক করার মূল আইকন। তারপর আমরা এপ লকে ক্লিক করে নেক্সট লেভেলে যাব।
ধাপঃ৬
ধাপ ছয়ে এসে আমরা একটি অফ বাটন দেখতে পাচ্ছি এবার বাটনটি চালু করে দিলেই আমাদের এপটি লক হয়ে যাবে। কিন্তু এখানে কিছু শর্ত আছে যেটা ধাপ ৭ এ উপস্থাপন করা হলো।
ধাপঃ৭
ছয় অনুযায়ী মেসেঞ্জারের এপটি লক করার জন্য আমরা যে বাটনটি চালু করব সে বাটনটি চালু করার সাথে সাথে আমাদের সামনে কিছু শর্ত আসবে . যেমন কে কত সময় দূরে এই এপটি লক করতে চাই এটা তাদের উপর নির্ভর করে। ধাপ সাতের ছবি অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো অপশন দিয়েছে । কেউ চাইলে এক মিনিট পর ম্যাসেজের একটি লক করতে পারবে কিংবা 15 মিনিট পর বা এক ঘন্টা বা মেসেঞ্জার এপ থেকে চলে যাওয়ার সাথে সাথেই এটি লক হয়ে যাবে এমন কয়েকটি শর্ত বলে দেওয়া হয়েছে । এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ইচ্ছে অনুযায়ী সময় নির্বাচন করতে পারেন । এরপর আপনারা চেক করে দেখতে পারবেন যে মেসেঞ্জার এপটি খুব চমৎকার ভাবেই লক হয়েছে ।
তবে হ্যাঁ, লক করার জন্য পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে । এছাড়া অন্য কোন মাধ্যমে লক করা সম্ভব নাও হতে পারে।
মেসেঞ্জার এপ লক করার সুফল
মেসেঞ্জার অ্যাপ লক করার মাধ্যমে আমরা আমাদের আইডিটি কে সিকিউর করতে পারি । এছাড়াও যদি কেউ আমাদের মোবাইলে নিয়ে নেয় সে মেসেঞ্জারে ঢুকতে ব্যর্থ হবে । কারণ সে যদি এই একটা খুলতে যায় তাহলে তার সঠিক লক জানা থাকতে হবে। এই সকল নিয়ম পালন করে যদি আমরা মেসেঞ্জার হ্যালো লক করতে পারি তাহলে আমাদের আইডিটি সুরক্ষিত হয়ে থাকবে । এছাড়া ও messenger এর মধ্যে বিদ্যমান সকল আইডি এবং তথ্যগুলো সুরক্ষিত হয়ে থাকবে ।
মেসেঞ্জার অ্যাপ লক করার কুফল
মূলত মেসেঞ্জার এপ লক করার মাধ্যমে আমরা আমাদের আইডির সুরক্ষা নিশ্চিত করতে পারি । কিন্তু সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে । বারবার লক লেগে যাওয়া এবং তা খোলা। কারণ একবার যদি আমরা মেসেঞ্জার আইডি থেকে বের হয়ে যাই তাহলে এটি সাথে সাথে লক হয়ে যাবে । যদি হঠাৎ কোনো মেসেজ বা কোন ফোন কল আসে তাহলে যে কোন মাধ্যমে সেগুলোকে গ্রহণ করা যাবে না এর জন্যও
মেসেঞ্জারের লক খুলে তারপর সেই আইডিতে প্রবেশ করতে হবে ।
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url