OrdinaryITPostAd

মোবাইলের এড বন্ধ করার সহজ উপায়-কিভাবে মোবাইলের এড বন্ধ করা যায়

আমরা সকলেই মোবাইলের এড সম্পর্কে পরিচিত । কারণ এটি আমাদের মোবাইলে প্রতিনিয়ত আসতে থাকে যা আমাদের জন্য অনেকটাই বিরক্তির কারণ হয়ে থাকে । এই আর্টিকেল এর মাধ্যমে জানবো মোবাইলের এড বন্ধ করার সহজ উপায়-কিভাবে মোবাইলের এড বন্ধ করা যায়।

ছবি

মোবাইলের এড হচ্ছে মোবাইলের বিভিন্ন অ্যাপ থেকে আসা যেকোন ভিডিও বা মেসেজ । যদি কোন অ্যাপে ঢুকতে চাই কিংবা কোন অ্যাপে থাকাকালীন বিভিন্ন ধরনের এড এসে থাকে । যা আমাদের অনেকটাই অস্বস্তিতে ফেলে ।

পোস্ট সূচিপত্রঃ

মোবাইলের এড বন্ধ করার সহজ উপায়

প্রায় অধিকাংশ মানুষই মোবাইলের এডে বিরক্ত বোধ করে । কারণ মোবাইলের যে কোন জায়গায় থাকাকালীন যে কোন অ্যাপে ঢুকলে বিভিন্ন ধরনের এড সামনে এসে থাকে । এটি প্রায় অনেকটাই ভিডিও ভিত্তিক হয়ে থাকে । এই এক বন্ধের জন্য কিছু সহজ নিয়ম অবলম্বন করতে হবে । মোবাইলের এড বন্ধ করার সহজ উপায় ঠিকমতো পালন করলে আশা করা যায় এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে । এছাড়াও নিশ্চিন্তে মোবাইলে যে কোন কাজও সম্পাদন করা যাবে । তাহলে চলুন জেনে নেই কিভাবে মোবাইলের এড বন্ধ করা যায়।

ধাপঃ১



এর জন্য সর্বপ্রথম মোবাইলের সেটিং খুঁজে বের করতে হবে । কারণ এড বন্ধ করার জন্য মোবাইলের সেটিংস এ যাওয়া খুবই গুরুত্বপূর্ণ । তো প্রথমে সেটিংসে ক্লিক করতে হবে । তারপরের কাজ ধাপ দুইয়ে দেখানো হয়েছে ।

ধাপঃ২



ধাপ এক অনুযায়ী সেটিংসে ক্লিক করলে নেক্সট পেজ অটোমেটিক চলে আসবে । এখানে বিভিন্ন ধরনের আইকন দেখা যায় । কিন্তু আমাদের এড বন্ধ করতে যেই প্রয়োজনীয় আইকন সেটি হচ্ছে নেটওয়ার্ক কানেকশন (Network connection)। এটি আমার এন্ড্রয়েড মোবাইলে সর্বপ্রথম আইকন হিসেবে দেখানো হয়েছে । যদি আপনাদের মোবাইলের প্রথম শাড়িতে না দেখায় তাহলে সার্চ সেটিংসে (search setting) গিয়ে এই নামটি লিখে সার্চ দিতে পারেন কিংবা একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন । অবশ্যই এই আইকনটি দেখতে পারবেন । ছবিতে দেখানো এই আইকনটিতে ঢুকতে হবে।

ধাপঃ ৩



ধাপ ২ এর সকল কাজ সম্পূর্ণ করলে । ধাপ তিন এর মতো একটি পেজ আপনার সামনে আসবে । কিন্তু এড বন্ধ করার জন্য এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইকনটিতে ক্লিক করতে হবে সেটি হচ্ছে প্রাইভেট ডি এন এস (Private DNS) । এই আইকনে ঢুকে আমরা পরবর্তী ধাপে চলে যাব।

ধাপঃ৪



ধাপ ৩ এর দেখানো সকল কাজ শেষ করলে ধাপ চার এ এসে ছবিতে দেখানো এমন একটি সিক্রেট প্রাইভেট ডিএন সি মোড (select private DNC mode) সামনে আসবে । এখানে আগে থেকেই অটোমেটিক(Automatic) আইকন সিলেক্ট করা থাকবে । কিন্তু আমাদের কাজ হচ্ছে অটোমেটিক আইকনের নিচে যেটা রয়েছে সেটাতে ক্লিক করা অর্থাৎ প্রাইভেট ডি এন এস প্রোভাইডার হোস্ট নেম এটিতে ক্লিক করতে হবে ।

ধাপ:৫



ধাপ ৫এ এসে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেমে ক্লিক করলে এখানে কিছু একটা লিখতে বলবে । অর্থাৎ ছবিতে দেখানো শূন্যস্থানের মত একটি জায়গা আছে সেখানে একটি নাম লিখতে হবে । সেই নামটি ছবিতে লিখা আছে আমি এখানেও বলে দিচ্ছি । এই শূন্যস্থানে বসাতে হবে (dns.adguard.com) । এই নামটি লিখে সেভ (save) বাটনে ক্লিক করতে হবে । তাহলে আমাদের কার্যসম্পন্ন হবে ।

প্রতিটি ধাপের দেখানো সকল কাজ ঠিক মতন সম্পন্ন করলেই মোবাইলের এড বন্ধ হয়ে যাবে । কোনরকম ভুল ত্রুটি করলে তাহলে এটি ঠিক মতো কাজ করবে না । তাই সকল ধাপ অনুযায়ী ভালোভাবে লক্ষ্য করে তারপর প্রতিটা কাজ সঠিক মত করতে হবে । আশা করি এই নিয়মটি অবলম্বন করলে আপনাকে আর মোবাইলের এডের বিরক্তি কারণ হতে হবে না ।

আড়ো পড়ুনঃমেসেঞ্জার এপ লক করার সহজ নিয়ম-কিভাবে মেসেঞ্জার এপ লক করা যায়।

মোবাইলের এড বন্ধ করার সুবিধা

আমরা অনেকেই এই বিরক্তির শিকার হয়ে থাকি। মোবাইলে যে কোন কাজ সম্পূর্ণ করতে গেলেই দেখা যায় সামনে কোনো না কোনো এড এসে পড়ে হোক সেটা অল্প সময়ের জন্য কিংবা দীর্ঘ সময় ব্যাপী । এর কারনে মাঝে মাঝে মোবাইল ব্যবহার করার ইচ্ছে জাগেনা । কারণ শুধু একবার অথবা দুইবার এড এসে থেমে থাকে না এটি পরপরই দেখা যায় । তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য একটি সহজ রাস্তা অবলম্বন করতে হবে । যেটি আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছি । পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি ।

উপরেই সকল ধাপসমূহ এবং সঠিক নিয়মে সমস্ত কাজ ঠিকমতো করতে পারলেই আশা করা যায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে । এর মাধ্যমে মোবাইলে অতিরিক্ত এড আসা বন্ধ হবে । এছাড়াও নিশ্চিন্তভাবে মোবাইলের যেকোনো কার্য সম্পূর্ণ করা যাবে কিংবা মোবাইলে থাকাকালীন অতিরিক্ত এড আসার মত বিরক্তি থেকে মুক্তি হতে পারবেন । 

শেষ কথা

মোবাইলের একটি বিরক্তি বিষয় হচ্ছে অতিরিক্ত পরিমাণে এড আসা । এই সমস্যা থেকে সমাধানের জন্য যে উপায় জানতে হবে তা ইতিমধ্যে আপনাদের সকলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার এই আর্টিকেলের মাধ্যমে আশা করি এই সমস্যা থেকে খুব সহজে বের হতে পারবেন । শেষ পর্যন্ত পোস্টটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ । এরকম আরো প্রয়োজনীয় পোস্ট বা আর্টিকেল পেতে এই ওয়েবসাইটের পাশে থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪